চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মালায়ালাম ভাষায় রিমেক হচ্ছে জয়ার ছবি

জয়ার কণ্ঠ নিয়ে নতুন খবর হলো, মালায়ালাম ভাষায় রিমেক হতে যাচ্ছে ছবিটি…

গেল কদিন আগেই মুক্তির ৫০তম দিন পার করল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘গোত্র’। মুক্তির পর থেকেই ছবিটি ব্যাপক ভাবে প্রসংশিত হয়েছে সবার কাছে। তবে ‘গোত্র’ এর মুক্তির পরও আলোচনায় শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত আগের ছবি ‘কণ্ঠ’।

কণ্ঠ নিয়ে নতুন খবর হলো, মালায়ালাম ভাষায় রিমেক হতে যাচ্ছে ছবিটি। মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা রাজেশ নাইর মূলত এই ছবিটির রিমেকের সিদ্ধান্ত নিয়েছেন। যার টাইটেল হবে ‘শব্দম’। ছবিটিতে অভিনয় করবেন জয়াশুরিয়া।

কলকাতার ছবি থেকে মালায়ালাম রিমেক করা এটাই নাইরের জন্য প্রথমবার নয়। এর আগেও ২০১৮ সালে এই নির্মাতা কলকাতার ‘হামি’ ছবিটি রিমেক করেছিলেন।

মূলত একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে তৈরি হয়েছিল ‘কণ্ঠ’ ছবিটি।

ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দামসহ কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।