চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মালদ্বীপে কমপক্ষে ২০ বাংলাদেশী আটক

মালদ্বীপে কমপক্ষে ২০ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

নিয়ম ভেঙে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে কাজ করার অভিযোগে তাদের আটক করার খবর জানিয়েছে মালদ্বীপের গণমাধ্যম হাভিরু।

বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের বাণিজ্যিক এলাকা থেকে কমপক্ষে ২০ জন বাংলাদেশি অভিবাসীকে আটকের খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি।

মালদ্বীপের নিয়ম অনুযায়ী স্থানীয় দোকানগুলোতে শুধুমাত্র মালদ্বীপের নাগরিকরাই কাজ করতে পারবে। কিন্তু বেশিরভাগ দোকানেই অভিবাসীরা কাজ করে আসছিলো। এরকম ব্যবসা কেন্দ্রগুলোতে অভিযান শুরু করেছে মালদ্বীপের অভিবাসন কর্তৃপক্ষ। এরকমই এক ঝটিকা অভিযানে দেশটির রাজধানী থেকে বাংলাদেশি অভিবাসীদের আটক করা হয়।

তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে তা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। কমপক্ষে বিশ জন বাংলাদেশিকে আটক করতে দেখা যাওয়ার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এক অভিবাসন কর্মকর্তার বরাত দিয়ে হাভিরু জানায়, ঝটিকা অভিযানে আটক বাংলাদেশিদের কাছে বৈধ কাগজপত্র ছিলো না।অবৈধভাবে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মালদ্বীপ। এরই অংশ হিসেবে মালে থেকে বাংলাদেশি অভিবাসীদের আটক করা হয়।