চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মালদ্বীপের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের ক্রিকেট কূটনীতি

দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর নরেন্দ্র মোদি মালদ্বীপ সফর করছেন। মালদ্বীপে এটিই মোদির প্রথম পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর।

গত নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ’র শপথ অনুষ্ঠানে মোদি অংশ নিলেও সেটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় ছিলো না।

এই সফরে মোদি দ্বীপ দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যম হিসেবে ক্রিকেটকে ব্যবহার করছেন। সোলিহ’র সঙ্গে প্রথম বৈঠককে মোদি তাকে একটি ক্রিকেট ব্যাট উপহার দেন। ওই ব্যাটে ভারতের বিশ্বকাপ খেলতে যাওয়া সকল খেলোয়াড়ের সাক্ষর রয়েছে।

এই বৈঠকে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্রিকেটে অবকাঠামো থেকে শুরু করে সকল ধরনের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

মোদির এ সফরকে ভারত সরকারের ‘নেইবারহুড ফার্স্ট’ পলিসি হিসেবে দেখা হচ্ছে।

অতীতে, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে খুব বেশি বিনিয়োগ করেছে ভারত। সেখানে সামরিক সহায়তা, প্রশিক্ষণ এবং ‘ক্যাপাসিটি বিল্ডিং’য়ে সহায়তা দিয়েছে।

১৯৮৮ সালে মালদ্বীপের রাজধানী মালে’তে একটি সামরিক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত। এক্ষেত্রে তারা অপারেশন ক্যাকটাসের সহায়তা নেয়।