চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মান্নার সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেন আটক ব্যবসায়ী

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ফোনে কথা বলা ব্যবসায়ী মশিউর রহমান মামুনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামুন রিমান্ডে মান্নার সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

পুলিশের যুগ্ম কমিশনার ( ডিবি) মনিরুল ইসলাম জানান, মামুনের বিষয়ে তদন্ত করে বিশ্বস্ত গুপ্তচরের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তারপর রিমান্ডে নেয়া হলে মাহমুদুর রহমান মান্নার সাথে ঘনিষ্ঠতার কথা স্বীকার করে সে। এছাড়াও সে গুরুত্বপূর্ণ কিছু তথ্যও দিয়েছে বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মামুনকে আবারো রিমান্ডে নিতে আবেদনের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।

রিমান্ডে মামুন ব্যবসার কথা জানালেও সুনির্দিষ্ট করে বলেননি তিনি কিসের ব্যবসা করেন। তবে তিনি জানিয়েছেন, ব্যবসার প্রয়োজনে প্রায়ই তিনি যুক্তরাজ্য এবং থাইল্যান্ডে যাতায়াত করেন।

মাহমুদুর রহমান মান্নার দুটি ফোনালাপের অডিও ফাঁস হলে ২২ ফেব্রুয়ারি তা গণমাধ্যমে প্রকাশ পায়। দুদিন পর ২৪ ফেব্রুয়ারী মান্নাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবিকে ব্যবসায়ী মশিউর রহমান মামুনের বিষয়ে তথ্য দেন মাহমুদুর রহমান মান্না। ২৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ৩ দিনের রিমান্ডে নেয় ডিবি।