চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবিক সহায়তায় নেপালে বাংলাদেশ ফায়ার সার্ভিস

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধার তৎপরতায় যোগ দিতে কাঠমান্ডু যাচ্ছে ফায়ার সার্ভিসের ২২ সদস্যের আরবান সার্চ এন্ড রেসকিউ টিম। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশা, রানা প্লাজার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেপালে সফল হবে প্রশিক্ষিত উদ্ধারকারী দল। সাভারের রানা প্লাজায় উদ্ধার তৎপরতায় দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আরবান সার্চ এন্ড রেসকিউ টিমের সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত। দলের ২২ জন সদস্য বিমান বাহিনীর বিশেষ বিমানে নেপালের উদ্দেশ্যে রওনা হবেন আগামীকাল বৃহস্পতিবার। টিমটির প্রধান মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলছেন, উদ্ধার তৎপরতায় সবচেয়ে মানবিক কাজটিই করবে বাংলাদেশের ফায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, নেপালে এখন সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে সেখানে র্দুগন্ধ ছড়ানো লাশগুলোর সৎকার। সেখানে এখন কেউ এ কাজ করতে চাচ্ছে না। কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত। রানা প্লাজার পর এবার রেসকিউ টিমের কাছে তাই নতুন চ্যালেঞ্জ নেপাল।

বিশেষ প্রশিক্ষিত বাংলাদেশের রেসকিউ টিম সদস্যদের সঙ্গে পরিচিত হয়ে তাদের সাফল্য কামনা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ভূমিকম্প একটি ভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগ। এটা মোকাবেলা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু রানা প্লাজায় উদ্ধারকাজে বাংলাদেশের ফায়ার সার্ভিসের শাখাটি যে দক্ষতার পরিচয় দিয়েছে, তাতে তারা খুবই আশাবাদী যে নেপালের এই দুর্গত অবস্থায় এর কর্মীরা কিছুটা হলেও কাজে আসবে।

উল্লেখ্য এই প্রথম দেশের বাইরে কোনো উদ্ধার কাজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস।