চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নববর্ষে মানবতাবোধ জাগিয়ে তুলতে মঙ্গল শোভাযাত্রা

জরাজীর্ণ পুরাতনকে সরিয়ে নতুনের আহ্বানে সাড়া দিতে এবং সবার মধ্যে মানবতাবোধ জাগিয়ে তোলার পাশাপাশি সবার মঙ্গল কামনায় প্রতিবছরের মতো এবারও হয়েছে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা।

সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয়ে রমনা বটমূলে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। সকালে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার।

এ বছর মঙ্গল শোভাযাত্রা আয়োজনে নেতৃত্ব দিয়েছে চারুকলা অনুষদের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা। সবার মধ্যে মানবতাবোধ জাগিয়ে তুলতে মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য- ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ নেয়া হয়েছে লালন সাঁইজির গান থেকে।

শোভাযাত্রার পুরোভাগে থাকা পাখি ও ছানা, হাতি, মাছ ও বক, জাল ও জেলে, মা ও শিশু এবং গরুর আটটি ফর্ম ছাড়াও যোগ হয়েছে টেপা পুতুলের ছেলে ফর্ম ও মহিষ।

৩ দশক ধরে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি অর্জন করে ২০১৬ সালে।

ছবি: সাখাওয়াত আল আমিন