চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবতাবিরোধী অপরাধ: রিয়াজ উদ্দিন ফকিরের রায় বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন।

ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষে এই মামলার শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেষ সাহা। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

২০১৬ সালের ২১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগপত্রে এই মামলার আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের মত মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ আনা হয়।

একই বছরের ১১ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু করে ট্রাইব্যুনাল।রিয়াজ উদ্দিন ফকির গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে।