চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার পাঁচ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রঞ্জু মিয়া, আবদুল জব্বার মণ্ডল, মো. জাসিজার রহমান খোকা, মো. আবদুল ওয়াহেদ মণ্ডল ও মো. মমতাজ আলী বেপারি ওরফে মমতাজ। এদের মধ্যে কেবল রঞ্জু মিয়া গ্রেপ্তার আছেন। অন্যরা পলাতক।

মঙ্গলবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক- নির্যাতন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ প্রমাণিত হয়।

এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ২১ জুলাই এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।

ট্রাইব্যুনালে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। আর কারাগারে থাকা আসামির পক্ষে এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন আইনজীবী আবুল হাসান।

২০১৮ সালের ১৭ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়: আসামিরা সবাই গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা ও চক গয়েশপুর গ্রামের বাসিন্দা। একাত্তরে তারা সবাই ছিলেন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী-সমর্থক। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়ে তারা রাজাকার বাহিনীতে নাম লেখান এবং ওই এলাকার বিভিন্ন গ্রামে মানবতাবিরধী অপরাধ করেন।