চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাদাম তুসো জাদুঘরে মধুবালা

ভারতীয় চলচ্চিত্র জগতের গুণী অভিনেত্রী মধুবালার মোমের মূর্তি স্থাপন করা হচ্ছে মাদাম তুসোর দিল্লি জাদুঘরে। ১৯৬০ সালের ‘মুঘল-ই-আজম’ ছবির বিখ্যাত চরিত্র আনারকলির রূপে শোভা পাবে মধুবালার মোমের মূর্তি।

অভিনয় দক্ষতা, রূপ-লাবণ্য ও লাস্যময়ী হাসিতে আজও বিভোর মধুবালার ভক্তরা। তাই জাদুঘরের ‘বলিউড জোন’-এ মধুবালার মোমের পুতুল রাখা নিয়ে উচ্ছ্বসিত মাদাম তুসো কর্তৃপক্ষ। একটি সাক্ষাৎকারে মার্লিন এন্টারটেইনসেন্টের জেনারেল ম্যানেজার ও ডিরেক্টর অনশুল জৈন বলেন, ‘মধুবালার মতো ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত। আজও তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রাজত্ব করছেন৷ তার ভক্তরা এখানে এসে সেলফি তুলতে পারবেন।’

এ বছরই মাদাম তুসোর জাদুঘর চালু হচ্ছে দিল্লীতে। নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার, লেডি গাগাসহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তির মোমের মূর্তি থাকছে সেখানে। ডেকান ক্রনিকল।