চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাদকবিরোধী অভিযান: কয়েক জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯

মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, মাগুরা ও নারায়ণগঞ্জে ৯ জন নিহত হয়েছে। ওই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এসব ‘বন্দুকযুদ্ধ’ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে মামলা আছে।

কুমিল্লা
কুমিল্লার আমানগন্ডা ও চৌয়ারায় পুলিশ অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। সে সময় বন্দুকযুদ্ধে আহত অবস্থায় বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল ও রাজিবকে আটক করা হয়। পরে তাদের মৃত্যু হয়।

কুমিল্লায় ওই বন্দুকযুদ্ধে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী সেলিম ওরফে ফেন্সি সেলিম নিহত হয়েছে।

মাগুরা
মাগুরা শহরতলীর পারনান্দুয়ারী হাউজিং প্রজেক্ট এলাকায় আইয়ুব শেখ ও মিজানুর রহমান কালুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা র‌্যাব-পুলিশের সঙ্গে নয়, বরং মাদক ব্যবসায়ীদের দু’ পক্ষের বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা
সাতক্ষীরায়ও একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়ার কথা জানিয়ে পুলিশ বলছে, ঘটনাস্থলে মাদক থাকায় নিহত ব্যক্তি মাদক ব্যবসায় জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশের পর দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৫০ জন নিহত হয়েছে।