চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাদকবিরোধী অভিযানকালে আটক একজনের মৃত্যু

পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে আটক মাকসুদ নামে সন্দেহভাজন ‘এক মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তের’ রহস্যজনক মৃত্যু হয়েছে।

অভিযান পরিচালনাকারী এএসআই জসিমউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের কনস্টেবল তারেক শাহারিয়া ও ওয়ারলেস অপারেটর মামুন খানকে সাথে নিয়ে রোববার সন্ধ্যায় শহরের চরপাড়া এলাকায় টহলকালে কথিত ইয়াবা বিক্রেতা মাকসুদ দৌড়ে পালাতে গেলে ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে শুয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. নুরুন্নাহার স্মৃতি জানান, মাকসুদকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে তার হাতে হ্যান্ডকাফের ক্ষত চিহ্ন দেখা যায়।

পটুয়াখালী সদর থানার ‍ওসি আখতার মোরশেদ বলেন, এ ঘটনায় ফৌজদারী অপরাধের অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

তবে মাকসুদকে আটকের সময়ে মারপিট করে আহত করার কথা বললেও তার পরিবার এ ব্যাপারে কোনো মামলা বা আইনানুগ ব্যবস্থা নিতে রাজি নন বলে জানিয়েছেন মৃতের স্ত্রী ও ভাই।