চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাথায় বলের আঘাতেই এই আম্পায়ারের মৃত্যু

ম্যাচ পরিচালনার সময় বল লেগেছিল মাথায়। সেই আঘাতে চলে গিয়েছিলেন কোমায়। দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানেন প্রবীণ আম্পায়ার জন উইলিয়ামস। মৃত্যুর তিন মাস পর এক তদন্তে উঠে আসে, বলের আঘাতই ছিল ৮০ বছর বয়সী আম্পায়ারের মৃত্যুর কারণ।

গত জুলাইয়ে ওয়েলসের পেমব্রক ও নারবার্থের মধ্যকার ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন জন উইলিয়ামস। সেসময় বল মাথায় আঘাত হানলে দ্রুত তাকে ওয়েলসের ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর দুই সপ্তাহ কোমায় থাকার পর পেমব্রকশায়ারের বাড়ির কাছে উইথবুশ হাসপাতালে নেয়া হয় উইলিয়ামসকে। সেখানেই ১৫ আগস্ট মৃত্যু হয় তার।

মৃত্যুর তিন মাস পর ২৮ নভেম্বর এক তদন্ত প্রতিবেদনে বলের আঘাতকেই উইলিয়ামসের মৃত্যুর প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে। তার আগেরদিন ছিল অস্ট্রেলিয়ার প্রয়াত ব্যাটসম্যান ফিল হিউজের পঞ্চম প্রয়াণ দিবস। ২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে বলের আঘাতে দুইদিন কোমায় থেকে মারা যান হিউজ। ২০০৯ সালে ফিল্ডারের বলের আঘাতে মারা যান আম্পায়ার অ্যালেকউন জেনকিন্স।