চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাত্র ১০ টাকায় ডাক্তার দেখানো

মাত্র ১০ টাকায় ডাক্তার দেখানো, রোগ সনাক্তে যাবতীয় পরীক্ষা ছাড়াও হাসপাতালে ভর্তি থেকে হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের সুবিধাও পাচ্ছেন রোগীরা। তাদের হাতে পৌঁছে যাচ্ছে কম্পিউটার প্রিন্টেড প্রেসক্রিপশন।

কর্তৃপক্ষ বলছে, জুন মাস নাগাদ ডাক্তার সিটে বসেই রোগীদের পরীক্ষা-নিরীক্ষার সব ধরনের প্যাথলজিক্যাল রিপোর্ট তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।

লম্বা লাইনে দাঁড়িয়ে টিকেট, একইভাবে লম্বা সারিতে চলছে ওষুধ সংগ্রহ। এটি রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারী কর্মচারি হাসপাতালের দৃশ্য।

সেই বৃটিশ আমলে রেলওয়ে হাসপাতাল হিসেবে যাত্রা শুরু হয়ে ৮০র দশকে নাম হয় ‘সরকারী কর্মচারী হাসপাতাল’। এই হাসপাতালটি এখন দেশে ডিজিটাল অটোমেশনের এক দৃষ্টান্ত।

হাসপাতালের কাউন্টারে গিয়ে ১০ টাকায় একটি টিকেট কিনতে পারলেই মিলবে রক্তের এক্সরে, ইসিজি, ইকো, আলট্রাসনো এমনটি এনডোসকপি পরীক্ষাসহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুযোগ।

টিকেট কাউন্টারে রোগীর নাম এন্ট্রির পর চিকিৎসক দেখানোর পর রোগীরা হাতে পাচ্ছে ডিজিটাল প্রেসক্রিপশন। বিনামুল্যে ওষুধ দেয়ার বিষয়টিও লিপিবদ্ধ কম্পিউটারে। রোগীর রোগ বৃত্তান্তও সংরক্ষিত থাকছে ডিজিটাল পদ্ধতিতে।

শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারিরা নন, সাধারণ মানুষও এই হাসপাতালের সেবা নিতে পারেন। হিপ রিসপ্লেমেন্ট এর মতো সমস্যায় অস্ত্রোপচারে রোগীর সাশ্রয় হয় কয়েক লাখ টাকা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: