চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাতৃভাষার চর্চা এবং ব্যবহার আরও বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে মাতৃভাষার চর্চা ও ব্যবহার বাড়ানোর পাশাপাশি বাংলা ও বাঙালি ঐতিহ্য শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনের এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন: গোটা জাতিকে ধ্বংস করার জন্যই সংস্কৃতি ও ভাষার ওপর আঘাত হেনেছিল পাকিস্তান।

শহীদ দিবসের ঐতিহাসিক পটভূমি টেনে তিনি জানান: আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের অধীনে বিশ্বের হারিয়ে যাওয়া মাতৃভাষা সংগ্রহ ও সরক্ষণ করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

বাংলার পাশাপাশি ক্ষুদ্র নৃ গোষ্ঠির মাতৃভাষাকে যথাযথ সম্মান দিতে তাদের ভাষায় বই দেয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে কঠিন সময় পার করতে হয়েছে। বহু কষ্টের এই অর্জনকে ধারণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন: যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে তাদের নামের সঙ্গে ‘নিম্ন’ শব্দটি থাকতে পারে না। দ্রুতই নিম্ন মধ্যবিত্ত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পাওয়া নিয়ে নিজের আশাবাদের কথা জানান তিনি।