চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাঠের বাইরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক

ইংল্যান্ডের ইসিবির নিরাপত্তা পরিদর্শকরা দেশে ফিরে বাংলাদেশের মাঠের বাইরের নিরাপত্তার বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

ইসিবি’র নিরাপত্তা পরিদর্শক প্রতিনিধি দলের প্রধান রেগ ডিকেসনের বরাত দিয়ে ইংলিশ গণমাধ্যম টেলিগ্রাফ বলছে, খেলোয়াড়দের থাকার হোটেল কিংবা স্টেডিয়াম নিয়ে চিন্তার কিছু নেই। কারণ এই জায়গাগুলি পুলিশ দিয়ে ঘেরা থাকবে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ডিকেসন বলেন, তবে এয়ারপোর্ট থেকে হোটেল, হোটেল থেকে মাঠ পর্যন্ত যাওয়াটাই ঝুঁকিপূর্ণ। এশিয়ার জনবহুল শহরগুলোতে নিরাপত্তা দেওয়াটা একটু কঠিনই।

গত সপ্তাহে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে যান। যাওয়ার আগে বলে যান, দেশে ফিরে তারা বোর্ডের কাছে প্রতিবেদন জমা দিবেন।

ইসিবির নিরাপত্তা পরিদর্শকরা নিজেদের সমর্থকদের কথাও বিবেচনা করছেন। তাদের যুক্তি, দর্শকরা সাধারণত একটু কম টাকার হোটেলে উঠে থাকেন। তারা সেখানে পূর্ণ নিরাপত্তা পাবেন না।

৩০ সেপ্টেম্বর দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসার কথা ইংলিশদের। কিন্তু সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সফরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।