চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাছ ধরে লেখাপড়া করা শিশুরা

মাছধরা মূল কাজ, এর পাশাপাশি চলে লেখাপড়া। অভাবের সংসারে অায় বাড়াতে খুলনার ডুমুরিয়া উপজেলার শিশুদের বড় একটি অংশ মাছ ধরার কাজে নিয়োজিত। শিক্ষার্থীরা বলছে, এরপরও লেখাপড়া চালিয়ে যেতে চায় তারা।

খুলনার ডুমুরিয়া উপজেলার জালিয়াখালি গ্রামে তখনো কার্যক্রম শুরু হয়নি পাশের জালিয়াখালি চাঁদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঠিক বিদ্যালয়ের পাশের ভদ্রা নদী। সেখানে নরম হাতে শক্ত কাজ করছেন চাঁদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মনিরা খাতুন ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া খাতুন।

১২টায় স্কুল শুরু হওয়ার আগ পর্যন্ত এই কাজে ব্যস্ত থাকবে ওরা। পরিবারের বড় সন্তান বলে মনিরা দায়িত্ব একটু বেশি। এ কারণেও কাজও করতে হয় অনেক। তবে পরীক্ষার সময় মনিরাকে সহায়তা করে তার মা।

শুধু এই দুই শিক্ষার্থীই নয়, এই গ্রামের অনেক শিশুকেই ব্যস্ত থাকতে হয় মাছ ধরার কাজে। শিক্ষকরা বলছেন, উপ-বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধিসহ আরো নানা কার্যক্রমই পারে এই শিক্ষার্থীদের ধরে রাখতে।