চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাইলফলকের সামনে মাশরাফী

সিলেট থেকে: অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের সামনে দাঁড়িয়ে মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই জয়ের ফিফটি হয়ে যাবে দেশসেরা অধিনায়কের। পাশাপাশি বাংলাদেশের কাছে টানা চারটি ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।

৫০ ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে জয়ের দিক থেকে অনেক আগেই সবাইকে ছাড়িয়ে গেছেন মাশরাফী। তার অধীনে বাংলাদেশ ৮৭ ম্যাচ খেলে জিতেছে ৪৯টিতে। সাফল্যের হার ৫৭.৬৪ শতাংশ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দ্বিতীয় স্থানে থাকা হাবিবুল বাশার সুমন ২৯টি ওয়ানডে জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তার অধীনে বাংলাদেশ খেলেছে ৬৯ ম্যাচ। সাকিব আল হাসান ৫০ ম্যাচে অধিনায়কত্ব করে জয়ের স্বাদ পেয়েছেন ২৩টিতে। ৫০ কিংবা তার বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়ক এ তিনজনই।

১৯৮৬ সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৩৭৫টি ওয়ানডে। জয় এসেছে ১২৭ ম্যাচে। ৩৪ বছরের পথচলায় টাইগাররা পেয়েছে ১৪ জন অধিনায়ক।