চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন; দশ নবজাতকের মৃত্যু

মহারাষ্ট্রের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ হয়ে দশ নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার  রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় চারতলা ওই জেনারেল হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ১৭ জন শিশু চিকিৎসা নিচ্ছিলো।

ফায়ার সার্ভিসের কর্মীরা ৭টি শিশুকে সরিয়ে নিতে সক্ষম হয়। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ওই দশ শিশুরই বয়স একমাস থেকে তিন মাসের মধ্যে বলে এক ডাক্তারকে উদ্ধৃতি করে জানিয়েছে পিটিআই।

জেলার সিভিল সার্জন প্রমোদ খান্ডাতে বলেন, নবজাতক ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখে প্রথমে এক নার্স । তিনিই পরে অন্য ডাক্তারদের সতর্ক করেন।

তিনি যোগ করেন, সেখানে অগ্নিনির্বাপক ছিলো, কর্মীরা সেটা ব্যবহারও করেন। কিন্তু ধোঁয়া অনেক বেশি ছিলো।

যদিও কি থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। অন্যান্য ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।