চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারী নির্যাতনবিরোধী দুটি পথনাটক আনছে মহাকাল

‘মৃত্যুস্নান’ ও ‘প্রতিবাদী মুখগুলো’ নামে দুটি পথনাটক আনছে মহাকাল নাট্য সম্প্রদায়। দুটি নাটকই লিখেছেন তৌহিদ শিশির। নির্দেশনা দিয়েছেন মো. শাহনেওয়াজ। আজ রোববার বিকাল ৫টায় নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে। এটি হবে দলের ৩৯তম প্রযোজনা।

মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান চ্যানেল আই অনলাইনকে জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ পথনাটক পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত থাকবেন এই আয়োজনে।

নির্দেশক ও মহাকাল নাট্য সম্প্রদায়ের সাংগঠনিক সম্পাদক মো. শাহনেওয়াজ বলেন, ‘কর্মশালার মাধ্যমে সংগৃহীত নবীন নাট্যশিল্পীদের অভিনয়ে এই দুটি পথনাটক প্রদর্শিত হবে। এটি মূলত পরীক্ষা। তারা দীর্ঘ কর্মশালায় কী শিখল, সেটা উপস্থাপন করবে।’

নারীর ওপর অমানবিক পাশবিকতা কীভাবে নারীকে হত্যা, মৃত্যু ও আত্মহননমুখী করছে এবং গুটি কয়েক সাহসী নারীর প্রতিবাদ— লজ্জা দিচ্ছে, আঘাত করছে সভ্য সমাজকে। মূখোশধারীদের চেহারা উন্মোচন করে একটি মানবিক সমাজ গড়তে নারীদের ঐক্যবদ্ধ লড়াই এ পথনাটকের উপজীব্য বলে তিনি জানান। ঈদের পর থেকে নিয়মিত প্রদর্শনী শুরু হবে নাটক দুটির।