চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মন্ত্রীকে বানর বলায় ‘নিষিদ্ধ’ মালিঙ্গা

দেশের ক্রীড়ামন্ত্রীকে বানরের সঙ্গে তুলনা করে এক বছরের ‘স্থগিত নিষেধাজ্ঞা’র মুখে পড়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষভাবে গঠিত নির্বাহী কমিটির সভায় মালিঙ্গাকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেটি ছয় মাসের জন্য স্থগিত (৬ মাস সময়ের মধ্যে আবার একই ধরনের কাজ করলে শাস্তি কার্যকর হবে)।

শুধু নিষেধাজ্ঞা নয়। তার পরবর্তী ওয়ানডের ম্যাচ ফি থেকেও কেটে নেওয়া হবে ৫০ ভাগ অর্থ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দাইয়াশ্রী জয়শেখর কিছুদিন আগে বলেন, ‘খেলোয়াড়রা বেশি মোটা হয়ে গেছে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে বাদ পড়েছে।’

ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফেরেন মালিঙ্গা। আগের চেয়ে তার পেট একটু বেশি মোটা হয়ে গেছে। মালিঙ্গা তাই ধরে নিয়েছেন মন্ত্রীর ‘বাণী’ তাকে উদ্দেশ্য করে।

‘যারা শুধু চেয়ার গরম করতে জানে, আমি তাদের সমালোচনা পাত্তা দেই না,’ মন্তব্য করে মালিঙ্গা বলেন, ‘তোতাপাখি কীভাবে বাসা তৈরি করে তা একটা বানর কীভাবে বুঝবে? ব্যাপারটা এমন যে একটা বানর তোতাপাখির বাসায় ঢুকে সে বিষয়ে কথা বলছে।’

মালিঙ্গার মুখ থেকে এমন কথা শুনে বোর্ড ক্ষেপে যায়। তদন্ত  কমিটি গঠন করে মালিঙ্গাকে তলব করা হয়। মালিঙ্গা নিজের ‘ভুল’ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।