চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মধুচন্দ্রিমায় সুয়ারেজকে পেয়ে অবাক মেসি

নবদম্পতির জন্য মধুচন্দ্রিমায় সদস্য সংখ্যা হওয়ার কথা দুজন। মেসি-রোকুজ্জো জুটির জন্য সেটি হয়েছে চারজন, সঙ্গী দুই সন্তান। নতুন খবর, মেসির মধুচন্দ্রিমায় সদস্য সংখ্যা বেড়ে আট জনে পৌঁছেছে। বার্সা সতীর্থবন্ধু সুয়ারেজ যে বান্ধবী ও দুই সন্তান নিয়ে মেসির আনন্দভূবনে হাজির হয়েছেন।

গত ৩০ জুন আর্জেন্টিনায় জন্মশহর রোজারিওতে দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করেন মেসি। এরপর রোকুজ্জোর সঙ্গে চার বছর বয়সী পুত্র থিয়াগো এবং এক বছরের মাতেওকে নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যান মধুচন্দ্রিমায়। সময়টা সেখানে ভালোই কাটছিল। তাতেই সারপ্রাইজ হয়ে আসেন বন্ধু সুয়ারেজ।

পরে সুয়ারেজের পরিবারের সঙ্গে জলকেলিতে ব্যস্ত নিজের পরিবারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। সঙ্গে লিখেছেন, সারপ্রাইজ ভ্রমণ। সুয়ারেজ, সোফি বালবি।

সোফি বালবি ও সুয়ারেজ জুটির সঙ্গে আছে দুই সন্তান, ছয় বছরের ডেলফিনা এবং তিন বছরের বেঞ্জামিনও। সুয়ারেজও জলকেলির একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে।

মেসি ও সুয়ারেজ কেবল একই ক্লাবে খেলেন না। দুজনে ভালো বন্ধুও। আরেক বন্ধু ব্রাজিলিয়ান নেইমারের সঙ্গে মিলে তিনজনে ভয়ঙ্কর আক্রমণভাগ গড়ে তুলেছেন এমএসএন নামে। মাঠের সেই রসায়নটা যে মাঠের বাইরের রসায়নের কারণে আরো কার্যকরী হয়ে ওঠে, সেটাই যেন আরেকবার সামনে চলে এল মেসির মধুচন্দ্রিমায় সুয়ারেজের সারপ্রাইজ ভ্রমণ ও সুন্দর সময়ের অংশীদার হওয়ার কারণে।

অবশ্য মেসি-সুয়ারেজের বাইরেও এই দুই পরিবারের বন্ধুত্বের আরো একটি জায়গা আছে, দুই তারকার স্ত্রী রোকুজ্জো ও বালবি যে একসঙ্গে ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বার্সেলোনায় তাদের অংশীদারিত্বের ব্যবসা নাকি চলছেও বেশ।