চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মডার্নার ভ্যাকসিন নেওয়ার পর দুই জাপানির মৃত্যু

মডার্নার ভ্যাকসিন নেওয়ার পর দুই জাপানি নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়: মৃত্যুবরণ করা ওই দুই নাগরিক মডার্না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন। এরপরই তাদের মৃত্যু হয়। তাদের নেওয়া ভ্যাকসিনগুলোর লটে দূষণ ছিল বলে বৃহস্পতিবার জানা যায়। মৃত্যুর কারণ এখনও অনুসন্ধান করা হচ্ছে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এর আগে, জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় মর্ডানার ভ্যাকসিনটির ৫ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কিছু ডোজে ‘অন্য উপাদান’ পাওয়ার কথা নিশ্চিত করে। স্পেনে মডার্নার একটি টিকা উৎপাদন কেন্দ্রে ‘অন্য উপাদান’ যুক্ত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

মডার্না বলেছে, এখন পর্যন্ত নিরাপত্তা বা টিকার কার্যকারিতায় কোনো সমস্যা তারা পায়নি। ঘটনাটি আরও খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা ও তাকেদা ফার্মাসিউটিক্যালের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে তারা।