চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মজায় মজায় ফিল্ডিং শেখা

টন্টন থেকে: কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং মোটেও ভাল হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ফিল্ডিং কতটা গুরুত্ব পাচ্ছে তা দেখা গেল টন্টনের কাউন্টি গ্রাউন্ডে টাইগারদের ঐচ্ছিক। হালকা ওয়ার্মআপ সেরে বৃষ্টিভেজা মাঠেই দলের ১২ ক্রিকেটার নেমে গেলেন ফিল্ডিং অনুশীলনে। রায়ান কুকের অধীনে মজায় মজায় শেষ করলেন ৩০ মিনিটের সেশন।

ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। টন্টনে ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচের আগে লম্বা সময় পাওয়ায় গত দুই দিন ছুটি কাটান ক্রিকেটাররা। সোমবারের ম্যাচের আগে শুক্রবারই হয়েছে প্রথম অনুশীলন। চোটের কারণে বিশ্রাম পাওয়ায় মাঠে আসেননি সাকিব আল হাসান। আর অনুশীলনটা ঐচ্ছিক হওয়ায় দেখা যায়নি লিটন দাস ও রুবেল হোসেনকে।