চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মঙ্গল গ্রহে ২৪ লাখ মানুষের স্বাক্ষর

দীর্ঘ ৭ মাস মহাকাশ ভ্রমণের পর মঙ্গল গ্রহে সফল অবতরণ করেছে নাসার স্পেস রোবটযান ইনসাইট ল্যান্ডার। বাংলাদেশ সময়  সোমবার দিবাগত রাত ১টা ৫৩ মিনিটে অবতরণ করে। অবতরণের পর সেখানকার মাটিতে সিসমোমিটার স্থাপনের মাধ্যমে তথ্য পাঠাতে শুরু করেছে ইনসাইট ল্যান্ডার । মঙ্গলের ভূমিকম্পের তথ্য থেকে গ্রহটির অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে ধারণা পেতেই নাসার এবারের মিশন। এছাড়াও অভ্যন্তরীণ কাঠামোতে থাকা পাথরের স্তর সংক্রান্ত তথ্যও জানা যাবে। মানুষবিহীন এই যন্ত্রটি নিমার্ণে ব্যয়ে হয়েছে ৯৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। নাসার ইতিহাসে ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে অষ্টম সফল অবতরণের ঘটনা। ২৪ লাখ ২৯ হাজার ৮০৭ জন মানুষের সই নিজের সঙ্গে করে মঙ্গলে অবস্থান করছে। প্রথমবারের মতো নিজেদের নামের স্বাক্ষর রাখতে সক্ষম হেয়েছে পৃথিবীর মানুষ।