চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মঙ্গলে যেতে মরুভূমিতে মহড়া

মঙ্গলগ্রহে মানুষ পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ইউটা মরুভূমিতে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ‘মার্স সোসাইটি’।

মঙ্গলে যেতে আগ্রহী বিভিন্ন পেশার মানুষ প্রশিক্ষণ নিতে সংস্থাটির দু’সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নেন।

নভোচারীদের মতোই স্পেসস্যুট, হেলমেট পরিয়ে মরুভূমির রুক্ষ ও পাথুরে পরিবেশে তাদেরকে মঙ্গলগ্রহে নভোচারীর সম্ভাব্য বিভিন্ন কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেয় মার্স সোসাইটি।

এ মরুভূমিটির পরিবেশ মঙ্গলগ্রহের পরিবেশের কাছাকাছি বলে সেখানে প্রশিক্ষণের পাশাপাশি মঙ্গলগ্রহে মানবযাত্রার খুঁটিনাটি নিয়েও গবেষণা করছে সংস্থাটি।

মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা ২০৩০ সালের দিকে মঙ্গলগ্রহে মানুষ পাঠাতে আগ্রহী। মার্স সোসাইটির উদ্দেশ্য নাসা’র সেই লক্ষ্য অর্জনের পথ সুগম করা।