চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভ্যাট বাতিলে প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারে প্রজ্ঞাপন জারির জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

অনুমোদনের জন্য সারসংক্ষেপ নিয়ে অর্থমন্ত্রীর দপ্তরে গেছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। তিনি রাজস্ব ভবনে ফিরলেই প্রজ্ঞাপনটি জারি হবে।

চেয়ারম্যান মন্ত্রীর দপ্তরে যাওয়ার কারণে বেলা ৩টায় এনবিঅারের যে ব্রিফিং হওয়ার কথা ছিলো তা পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে কয়েকদিনের অান্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে সুনির্দিষ্টভাবে আলোচনা না হলেও সংশ্লিষ্ট বিভাগ থেকে ‘পজিটিভ সিদ্ধান্ত’ আসতে পারে।

তার আগেই অবশ্য ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের খবরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে।

মন্ত্রিসভা বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠক চলার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারে অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন। পরে তার বাস্তবায়নে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। আনুষ্ঠানিকতা শেষে প্রজ্ঞাপন জারি করা হবে