চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভ্যাকসিনের বৌদ্ধিক সম্পদের স্বত্বত্যাগের বিপক্ষে জার্মানি

করোনাভাইরাস ভ্যাকসিনের বৌদ্ধিক সম্পদ (ইনটেলেকচুয়াল প্রপার্টি) সংরক্ষণে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আহ্বানকে প্রতিহত করেছে জার্মানি।

বুধবার যুক্তরাষ্ট্র এই উদ্যোগে সমর্থন জানায়। জার্মানির মতে, ভ্যাকসিন উৎপাদনে এই সমর্থনের জোড়ালো প্রভাব রয়েছে।

জার্মানির মুখপাত্র বলেন, বৌদ্ধিক সম্পদের সংরক্ষণ আবিষ্কারের উৎস। তাই সেটা ভবিষ্যতে তেমনই থাকা দরকার। ভ্যাকসিন তৈরিতে প্রধান বাধা পেটেন্ট না বরং উৎপাদনের ক্ষমতা ও উচ্চমান।

তিনি যোগ করেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিভাবে ‍উৎপাদন বাড়ানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। একইভাবে বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠান কাজ করেছে।

ভারত ও সাউথ আফ্রিকা প্রথম এই পদক্ষেপের কথা সামনে এনেছে। তাদের মতে, এতে বিশ্বব্যাপী ভ্যাকসিনের নিরাপত্তা বাড়বে। তবে ওষুধ উৎপাদকদের মতে, এতে কাঙ্ক্ষিত ফলাফল নাও মিলতে পারে।

সমর্থকদের মতে, যদি অনুমোদন পায় তাহলে এই স্বত্বত্যাগের ফলে ভ্যাকসিনের উৎপাদন বাড়ানো সম্ভব হবে এবং কম ধনী দেশগুলির জন্য আরও সাশ্রয়ী মূল্যে ডোজ সরবরাহ করা হবে।

অনেক উন্নয়নশীল দেশের যুক্তি ছিল, পেটেন্ট এবং অন্যান্য ধরণের বৌদ্ধিক সম্পদের সুরক্ষার জন্য বিভিন্ন দেশের দেওয়া বিধিমালা মহামারি মোকাবেলা করার জন্য ভ্যাকসিন এবং অন্যান্য পণ্যের উৎপাদন বাড়ানোর পথে একটি বাধা।