চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভ্যাকসিন নিলেন আরও ৩ লাখ ৭১ হাজার মানুষ

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচির আওতায় একদিনে ভ্যাকসিন নিয়েছেন আরও ৩ লাখ ৭১ হাজার ৭৬৮ জন।

এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৫ হাজার ৯০ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৩১৬ ডোজ। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৫ লাখ ২৬ হাজার ৩০৯ জন।

শুধু শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার  হাজার ৭৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৯২৬ জন। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৬৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২ জনকে।

সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ৭৭ হাজার ৩২৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ হাজার ৩৫০ জন। মডার্নার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫ হাজার ৩৮০ জনকে।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।