চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভ্যাকসিন না দিলে রেস্টুরেন্টে ঢুকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় আন্তঃমন্ত্রণালয়ের জরুরি সভা

করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের জরুরী সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ওমিক্রন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ এসেছে বলে সভাশেষে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বন্দরগুলোতে পরীক্ষা বাড়ানো, পুলিশ প্রহরায় কোয়ারেন্টাইন ব্যবস্থা ও মাস্ক না পরলে জরিমানা এসবের মধ্যে উল্লেখযোগ্য। যারা ভ্যাকসিন দেবে না তারা রেস্টুরেন্টে যেতে পারবে না। পরিবহনে সিট কমিয়ে চালানোসহ অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৫ দিন পর এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে এখনও লকডাউনের চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।