চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধীদল নিষিদ্ধ

ভেনেজুয়েলায় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধীদল অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

তিনি বলেন, কেবলমাত্র সেসব দল নির্বাচনে অংশ নিতে পারবে যারা গত মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেছে।

নির্বাচনী ব্যবস্থা পক্ষপাতিত্বের অভিযোগ এনে জাস্টিস ফার্স্ট, পপুলার উইল এবং ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির নেতারা মেয়র নির্বাচন বয়কট করেন। তবে প্রেসিডেন্ট মাদুরো তাদের ব্যবস্থাকে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছেন।

রোববার এক বক্তৃতায় মাদুরো বলেন, ‘রাজনৈতিক মানচিত্র থেকে’ বিরোদীদল হারিয়ে গেছে। যারা আজকের নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা কখনো নির্বাচনে অংশ নিতে পারে না।

বিবিসি জানায়, গত অক্টোবরেই এই প্রধান তিন বিরোধীদল তিন শতাধিক শহর ও নগরে মেয়র নির্বাচন বয়কটের ঘোষণা দেয়। এই ভোটে যা হবে তা প্রেসিডেন্ট মাদুরোর একনায়কতন্ত্রের প্রতিফলন বলেই তারা জানায়।

দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্বল্পতা এবং মন্দ অর্থনীতির পরও মাদুরোর ক্ষমতাসীন সোসালিস্ট পার্টি আশা করছে তারাই এই নির্বাচনে বেশি ভোট পাবে।