চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে আরো ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে আরো
ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নেপালে ভূমিকম্প দুর্গতদের
জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত খাবার পানি পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর
প্রেস উইং থেকে জানানো হয়েছে, সড়ক ও আকাশ পথে এসব ত্রাণ নেপালে পৌঁছানো হবে।

২৫ এপ্রিল ৭.৮ মাত্রার ভূমিকম্পে
নেপালে ৭ হাজারের বেশী মানুষের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০ লাখ মানুষ।দুর্গতদের
জন্য মেডিকেল টিম, ওষুধ ও ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল পরদিনই
কাঠমান্ডু পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি উদ্ধারকারী দল নেপালে পাঠানো
হয়।