চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভূমিকম্পের ৮দিন পর উদ্ধার ১০৫ বছরের বৃদ্ধ

রানা প্লাজার ধ্বংসস্তুপ থেক ১৭ দিন পর জীবিত উদ্ধার হয়েছিলো রেশমা নামের এক মেয়ে। এবার নেপালের ধ্বংসস্তুপ থেকে ৮ দিন পর জীবিত বেঁচে ফিরলেন আর একজন পুরুষ। তার বয়স ১০৫ বছর।

নওয়াকট জেলার কিমটাঙ গ্রামের ফাঞ্চু ঘালেকে তার নিজ বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে থেকে উদ্ধার করা হয়। নেপাল পুলিশ তাকে উদ্ধার করে।

গত ২৫শে এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। এতে মারা যায় সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ। পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয় নেপাল।

হাতে পায়ে হালকা আঘাত ছাড়া শারীরিকভাবে ফাঞ্চু মোটামুটি ভালোই আছেন। উদ্ধার করার পর নেপাল আর্মির একটি হেলিকপ্টারে করে তাকে ত্রিশূলী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।