চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভিসার মেয়াদ বাড়ালেও বিড়ম্বনায় সৌদি প্রবাসীরা

সরকারিভাবে ৩০শে অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ করছেন সৌদি প্রবাসীরা। তারা বলছেন, বাড়তি অর্থ দিয়ে নিজেদেরই ভিসা ও ইকামার মেয়াদ বাড়াতে হচ্ছে।

৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজে ফিরতে পারেননি অনেক সৌদি প্রবাসী।  বিষয়টি নিয়ে প্রবাসীরা বিক্ষোভও করেন।

বিষয়টি নজরে এনে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শেষ হওয়া ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে নতুন করে কাজে ফেরার আশা তৈরি হলেও অনলাইনে তা এখনো হালনাগাদ না হওয়ায় বিভ্রান্তিতে প্রবাসীরা।

অনেকের অভিযোগ, স্বয়ংক্রিয়ভাবে না বাড়ায় টাকা দিয়েই ভিসার মেয়াদ বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।  আর ফ্লাইটের সীমিত সময় দিয়ে টিকিট দেয়ায় করোনা টেস্টের সনদপত্র নিয়ে উদ্বেগে অনেক প্রবাসী।

করোনা টেস্টের জন্য অন্তত এক ২৪ ঘণ্টা সময় রেখে টিকিট দিতে সৌদি এয়ারলাইন্সের প্রতি আহ্বান প্রবাসীদের।