চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভিডিও দেখে খেলোয়াড় বাছাই করবে বিসিবি

আগামীর বিশ্বচ্যাম্পিয়নের খোঁজে সারাদেশে শুরু হচ্ছে বয়সভিত্তিক প্রতিভা বাছাই কার্যক্রম। করোনা মহামারির সময়ে জনসমাগম এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের প্রাক-বাছাইয়ের কাজ সম্পন্ন করবে ভিডিও দেখে।

জেলা ও ঢাকা মেট্রোর অনূর্ধ্ব-১৪, ১৬ আর ১৮ পর্যায়ের প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে হলে নিজের খেলার ভিডিও ধারণ করতে হবে। তা পাঠাতে হবে জেলার নির্দিষ্ট বয়সভিত্তিক দলের হোয়াটস অ্যাপ গ্রুপে, অথবা জেলা ও বিভাগীয় ক্রিকেট কোচের ব্যক্তিগত হোয়াটস অ্যাপ নাম্বার বা ইমেইলে।

ব্যাটসম্যান হলে ক্যামেরা ধরতে হবে বোলিং প্রান্ত থেকে। পেস বোলার হলে তিনটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ করতে হবে। বোলারের পেছন, সাইড ও সামনে থেকে।

ভিডিও তৈরির নিয়ম জানতে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/bcbtigercricket/ এ গিয়ে ডেমো ভিডিও দেখে নিতে পারেন প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা।