চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভাষার ইতিবাচক চর্চার ফাঁকে ভিনদেশি ভাষার আগ্রাসন

বাংলাদেশে নানা ভাষার চর্চা-৪

জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং উচ্চতর শিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশে যখন নানা ভাষার ইতিবাচক চর্চা হচ্ছে, তখন সংস্কৃতিতে ঘটে যাচ্ছে এক ধরনের আগ্রাসন।

ভিনদেশি টিভি অনুষ্ঠান এবং সিরিয়াল থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। এর প্রভাব পড়ছে জীবন-আচারসহ নানা জায়গায়।

অনেক বাড়ির দৃশ্যটা প্রায় একই রকম। অবিরাম চলে একটার পর একটা ভিনদেশি টিভি সিরিয়াল। বিদেশি সিরিয়ালের কথিত চাকচিক্য আর তথাকথিত নাটকীয়তার ঘোরে আচ্ছন্ন অনেক দর্শক।

বাদ যাচ্ছে না শিশুরাও। বিদেশি ভাষায় কার্টুন আর সিরিয়াল দেখে কেউ কেউ অভ্যস্ত হয়ে যাচ্ছে সেই ভাষা ও সংস্কৃতির প্রতি।

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি সিরিয়ালগুলো দেশের ভাষা ও সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। হারিয়ে যাচ্ছে শুদ্ধ বাংলা ভাষার চর্চাও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন-ফিল্ম-ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া বলেছেন, বাংলা ভাষায় পরিশুদ্ধ ও মানসম্মত টিভি অনুষ্ঠান যেমন প্রয়োজন, তেমনই বাংলা অনুষ্ঠানের প্রতি শিশুদের আগ্রহী করে তুলতে পারিবারিক সচেতনতাও দরকার।

আরও দেখুন ভিডিও প্রতিবেদনে: