চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভাল আছেন লতা মঙ্গেশকর, গুজব না ছড়ানোর আহ্বান

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার হঠাৎ ছড়িয়ে যায়, ‘মারা গেছেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর’। আচমকা এমন সংবাদে ভড়কে যান লতার ভক্ত-অনুরাগীরাও। কিংবদন্তি এই শিল্পী অসুস্থ থাকায় খবরটি বিশ্বাসও করেন অনেকে। কিন্তু খবরটি ছিলো পুরোপুরি ভিত্তিহীন! আর এমন গুজবে খবরে বিব্রত লতা মঙ্গেশকরের পরিবার।

শনিবার পারিবারিকভাবে জানানো হয় লতা মঙ্গেশকরের সর্বশেষ শারীরিক অবস্থার কথা। বলা হয়, লতা দিদি ভালো আছেন। সবাই তার জন্য আশীর্বাদ করবেন। একইসঙ্গে তাকে নিয়ে গুজব না ছড়ানোরও আহ্বান জানানো হয় পরিবারের পক্ষ থেকে।

গত সপ্তাহের শুরুতে শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ জনিত সমস্যার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের কিংবদন্তি এই শিল্পী। শুরুতে তাঁর অবস্থা কিছুটা সংকটাপন্ন থাকলেও বর্তমানে ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন তিনি।