চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভালোবাসা দিবসে অনলাইনে আসছে জয়ার ‘দেবী’

গেল বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবির নাম ‘দেবী’। অভিনেত্রী জয়া আহসানের প্রথম প্রযোজিত ছবিটি ইতোমধ্যে মুক্তির একশোতম দিন অতিক্রম করেছে। প্রেক্ষাগৃহে এখনো ছবিটি দেখছে দর্শক। এবার দেবী আসছে অনলাইন প্লাটফর্মে। এমনটাই জানা গেল শনিবার দুপুরে।

অনলাইনে আসছে দেবী। গ্রামীণফোন হাউজে বায়োস্কোপের সাথে চুক্তিও সম্পন্ন করেছেন প্রযোজক জয়া আহসান। মূলত, গ্রামীণফোনের ডিজিটাল প্লাটফর্ম ‘বায়োস্কোপ’ এ আসছে ভালোবাস দিবসে (১৪ ফেব্রুয়ারি) রিলিজ দেয়া হবে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রটি।

অনলাইন প্লাটফর্ম বায়োস্কোপে ‘দেবী’ রিলিজের আনুষ্ঠানিক চুক্তির সময় উপস্থিত ছিলেন জয়া আহসান। সেখানে তিনি ‘দেবী’ চলচ্চিত্রটি নির্মাণাধীন থাকাকালীন সময়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন জয়া।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ‘দেবী’ টিম, প্রোডাকশন হাউজ ‘সি তে সিনেমা’, বায়োস্কোপ টিম ও বায়োস্কোপ প্ল্যাটফর্ম পার্টনার ‘বঙ্গ’ এর কর্মকর্তারা।

হুমায়ুন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই গল্পটি মুক্তির বেশ আগে থেকেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান এবং মিলু চরিত্রের মধ্য দিয়ে প্রথমবার চলচ্চিত্রে পা রেখেছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী শবনম ফারিয়া।