চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভালোবাসায় কানকথা!

ভালোবাসায় কানকথাকে এড়িয়ে চলুন। আর নিজের ভালোবাসাকে নিজের জ্ঞান, বুদ্ধি-বিবেচনা দিয়ে বিচার করুন এবং এগিয়ে নিন। কথায় আছে, ‘নানা মুনির নানা মত’। তাই নানা জনের নানা মত নিতে গিয়ে, নিজের ভালোবাসার সম্পর্ককে ঝুঁকিপূর্ণ করে তুলবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনার কিছু বিষয় মেনে চলা উচিত। সেগুলো হলো—

• ভালোবাসার মানুষ এবং আপনার মধ্যে যে বোঝাপড়ার সম্পর্ক, তা নিয়ে অন্যকে কথা বলার সুযোগ কম দিন। তাই সম্পর্কের কথা শেয়ার করুন সবার সঙ্গে, কিন্তু পরিমিত পরিমাণে।

• অন্যের মতো করে নিজে পরিচালিত হবেন না। অর্থাৎ নিজেকে হারাবেন না। একেক জনের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ধরণ একেক রকম। আপনি আপনার মতো এগিয়ে নিন না, ক্ষতি কি!

• অন্যের পাল্লায় পড়ে, একে অপরের ওপর চাপ সৃষ্টি করবেন না। নিজেদের বিষয়গুলো নিজেরাই সামাল দিন না।

• নিজের সম্পর্ককে কখনো তুলনায় নেবেন না। কারণ, চলনে-বলন থেকে শুরু করে রুচি-বোধে কেউ তো আসলে কারও মতো হতে পারেনা। তাহলে কী দরকার তুলনার!

• সম্পর্কের পরিণতি নিয়ে আশেপাশের অনেকের জানার বা মতামত দেওয়ার আগ্রহ থাকে। আপনি অবশ্যই জানাবেন এবং জানবেন, কিন্তু তা যেন আপনার ডিসিপ্লিন থেকে আপনাকে বের না করে খেয়াল রাখবেন।

• প্রত্যেক সম্পর্কের মাঝেই কিছু না কিছু গ্যাপ থাকে। আপনি যদি আপনার ভালোবাসা দিয়ে সেই গ্যাপগুলোকে পূরণই করতে না পারেন, তবে আর ভালোবাসা কেন?

সর্বোপরি একে অন্যকে প্রভাবিত করতে পারার মাঝেই তো ভালোবাসার সার্থকতা। আর এখানে অন্যকে অনধিকার প্রবেশের সুযোগ থেকে দূরে রাখুন। ফেমিনা।