চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভার্জিনিয়ায় বর্ণবাদবিরোধী মিছিলে গাড়ি, বহু হতাহত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটস্‌ভিলে বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং অতি-ডানপন্থা বিরোধী মিছিলে কট্টর শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ সমর্থকের গাড়ি হামলায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সিএনএন। এতে আহত হয়েছে কমপক্ষে আরও ১৯ জন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ভার্জিনিয়ার গভর্নর টেরি ম্যাকঅলিফ বলেছেন, শার্লটস্‌ভিলের মতো শান্ত শহরে বিশৃঙ্খলতা আনা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের প্রতি তার একটাই কথা আছে: ‘ঘরে ফিরে যাও’।

ভিড়ের মাঝে গাড়ি তুলে দেয়ার ওই ঘটনায় আহতদের অনেকের অবস্থাই গুরুতর বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার সময় গাড়ির চালক ২০ বছর বয়সী জেমস ফিল্ডসকে ক্ষতি করার উদ্দেশ্যে অপরিকল্পিত হামলা বা ‘সেকেন্ড ডিগ্রি মার্ডার’-এর অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।যুক্তরাষ্ট্র-ভার্জিনিয়া-গাড়ি হামলায় হতাহত

গাড়ি হামলাটির আগে অবশ্য শনিবারই কট্টর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের সমর্থকদের সঙ্গে এই মতবাদের বিরোধীদের সংঘর্ষ বাঁধে বলে জানিয়েছে বিবিসি। ওই সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয় বলে শার্লটস্‌ভিল পুলিশ নিশ্চিত করেছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স বলেন, শার্লটস্‌ভিলে হওয়া এসব হামলা, সংঘর্ষ ও মৃত্যু আমেরিকান আইন এবং বিচার ব্যবস্থার কেন্দ্রে আঘাতেরই শামিল।

‘এ ধরণের গোঁড়ামি এবং বিদ্বেষ থেকে ঘটানো কর্মকাণ্ড আমাদের মৌলিক মূল্যবোধগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতার সমতূল্য এবং এগুলো কিছুতেই সহ্য করা হবে না,’ বলেন তিনি।