চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত সফরে কেরি, সুষমার সঙ্গে আলোচনা

ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দুই দেশের কৌশলগত নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেছেন।

সেসময় ভারতের বিদ্যুৎ, কয়লা এবং জ্বালানী মন্ত্রী  পিউস গয়ালও উপস্থিত ছিলেন।

বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কেরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবেন।

কেরি যখন ভারত সফর করছেন, তখন যুক্তরাষ্ট্রে মার্কিন-ভারত একুশ শতকের নতুন সামরিক সম্পর্ক ও সহযোগিতা চুক্তিতে সই করেছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’র কাছে আর্লিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর এর মধ্যে ইন্দো-এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামরিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে।

সমঝোতা অনুযায়ী ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পরের স্থল, বিমান এবং নৌঘাঁটি ব্যবহার করতে পারবে।