চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত-পাকিস্তান ও মিয়ানমারে বন্যায় শতাধিক প্রাণহানী

টানা বৃষ্টিতে ভারত, পাকিস্তান ও মিয়ানমারে গত কয়েক দিনের বন্যায় আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখেরও বেশী মানুষ। বন্যার্তদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে মিয়ানমার সরকার।

ভারতে গত কয়েক দিনের বন্যায় প্রায় ২শ মানুষ প্রাণ হারিয়েছে। শুধু গুজরাট রাজ্যেই ৭১ জন এবং পশ্চিমবঙ্গে ৬৯ মারা গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। পশ্চিমবঙ্গের উনিশটি জেলার মধ্যে বারোটিই বন্যা কবলিত হয়েছে।

মিয়ানমারে বন্যায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। বন্যার কবলে পড়েছে দুই লাখেরও বেশি মানুষ। চারটি এলাকাকে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতে ভূমি ধসের ঘটনা ঘটেছে। বিধ্বস্ত হয়েছে অনেক ঘর-বাড়ি। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে দেশটি।

টানা বৃষ্টিতে পাকিস্তানেও বন্যা দেখা দিয়েছে। গত কয়েক দিনের বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যা দুর্গতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে।বিধ্বস্ত হয়েছে প্রায় ৩ হাজার ঘরবাড়ি। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি খাইবার পাকতানখাওয়া প্রদেশের।

সেখানেই মারা গেছে ৫৯ জন মানুষ। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছে পাকিস্তানের আবহাওয়া অফিস।