চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারতে শিশুদের জন্য কোভ্যাক্সিন ব্যবহারের সুপারিশ

ভারতে ২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য জরুরিকালীন কোভ্যাক্সিন ব্যবহারে সুপারিশ করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)।

এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদ ভিত্তিক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক এরই মধ্যে ১৮ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করেছে। গত সেপ্টেম্বর মাসে এই ট্রায়াল পর্ব শেষ হয়। চলতি মাসের শুরুতে ডিজিসিআই-এর কাছে সেই ট্রায়ালের রিপোর্ট জমা দিয়েছিল বায়োটেক। সেই তথ্য বিশ্লেষণ করে ২- ১৮ বছরের শিশুদের কোভ্যাক্সিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে বিশেষজ্ঞ কমিটি৷

এর মধ্যদিয়ে এই প্রথম ভারতে শিশু ও কিশোরদের জন্য কোনো কোভিড ভ্যাকসিনের জন্য ছাড়পত্র দিল বিশেষজ্ঞ কমিটি।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সহযোগিতায় কোভ্যাকসিন তৈরি করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক। তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে এই ভ্যাকসিন ৭৮ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে জানিয়েছে বায়োটেক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং আইসিএমআর।