চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতে নিজেদের শোধরাতে ১ মাস সময় পেল ফেসবুক-গুগল-হোয়াটসঅ্যাপ

ভারতে সার্চ ইঞ্জিন এবং সামাজিক মাধ্যমগুলোকে এক মাসের মধ্যে গুজব, বানোয়াট খবর এবং সাম্প্রদায়িক উস্কানি, গণধর্ষণসহ সব আপত্তিকর লেখা, ছবি, ভিডিও, অডিও বন্ধে কার্যকর পদ্ধতি নিশ্চিত করতে হবে।

গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সার্চ ইঞ্জিন এবং সামাজিক মাধ্যমগুলোকে দায়িত্বশীল হতে এই সময় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি.লকুর এবং বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ।

বেঞ্চের বিচারপতিরা বলেন: সামাজিক মাধ্যম এবং সার্চ ইঞ্জিনে খুবই আপত্তিকর বিষয়াবলী দেখা যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো আসলে কেমন মনোভাব ধারণ করছে? মানুষকে গণধোলাইয়ে হত্যা করা হচ্ছে, নানা জায়গার এই প্রভাবে নানা ভাবে মানুষ মরছে। অথচ এই প্রতিষ্ঠানগুলোর যেনো কোনো ভ্রুক্ষেপ নেই!

প্রদত্ত সময়ের পর সার্চ ইঞ্জিন ও সামাজিক মাধ্যমগুলো নিজেদের দায়িত্বজ্ঞানহীন আচরণ অব্যাহত রাখলে প্রতিদিন ৫ লাখ রুপি জরিমানা করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সম্প্রতি সার্চ ইঞ্জিন এবং সামাজিক মাধ্যমগুলোতে আপত্তিকর ভিডিও বন্ধে সুপ্রিম কোর্টে যায় ভারতের একটি বেসরকারি সংস্থা। এসব ভিডিও যেনো সার্চ সাইট এবং সামাজিক মাধ্যমে না যায় তা বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা চায় সংস্থাটি। সংস্থাটির অভিযোগ, শিশুদের পর্নোগ্রাফি রাখা হবে না বলা হলেও এসব মাধ্যমে এধরনের ভিডিও অহরহ ছড়াচ্ছে।

এসব অভিযোগের ব্যাপারে ২৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ভারতের সর্বোচ্চ আদালত।