চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতে ঝুঁকিপূর্ণ এলাকায় ৩ মে’র পরও লডকাউন

করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ৩ মের পরও লডাকউন বহাল থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

দ্বিতীয় দফার লকডাউনে ভারত ৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছিল ভারত সরকার।

বৈঠকে উপস্থিত ৯ জন মুখ্যমন্ত্রীর মধ্যে পাঁচজন জানান, লকডাউন তুলে নেওয়া উচিত। বাকিরা  লকডাউন বাড়ানোরই পক্ষে ছিলেন।

এনডিটিভি বলছে, রাজ্যগুলোকে লকডাউন তুলে নেওয়ার প্রস্তুতি শুরু করতে বলেছেন নরেন্দ্র মোদি।

তিনি প্রতিটি রাজ্যের জেলাগুলোকে সংক্রমণের তীব্রতা অনুসারে রেড, গ্রিন ও অরেঞ্জ হিসেবে ভাগ করতে বলেছেন।

লকডাউন শিথিল করা হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার জন্য বলা হয় বৈঠকে।

উপস্থিত ছিলেন বিহার, ওড়িশা, গুজরাট, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুঁদুচেরির মুখ্যমন্ত্রীরা।

উত্তর-পূর্বের রাজ্যের মধ্যে মেঘালয় ও মিজোরামও তাদের মতামত জানিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৈঠকে উপস্থিত হননি। তিনি তার মুখ্যসচিবকে রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য পাঠান।

এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৩৮০ জন আর মারা গেছে ৮৮৮ জন মানুষ।