চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতে আসছে ডিজিটাল রুপি

ভারতে ডিজিটাল মুদ্রা চালুর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার বাজেট বক্তৃতায় তিনি সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) ডিজিটাল মুদ্রার ঘোষণা দেন। তিনি জানান, দেশটির কেন্দ্রীয় বাজেটে আওতায় ২০২২-২৩ সালের মধ্যে ডিজিটাল মুদ্রা চালু করা হবে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সরকারের পরিকল্পনা মত ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে চালু হবে ডিজিটাল মুদ্রা বা কারেন্সি। দেশের অর্থনীতি বিস্তারে যা একটি বড় পদক্ষেপ হতে যাচ্ছে।

সিবিডিসি হল নগদ টাকার একটি ডিজিটাল আকার। এটি নগদ মুদ্রার মতই বিনিময় যোগ্য মুদ্রা। আরবিআইয়ের ডিজিটাল কারেন্সি, ফিয়াট মুদ্রার মতোই হবে বলে জানা গিয়েছে। মূলত এই পদ্ধতি ব্যবহার করেই রিজার্ভ ব্যাংক ডিজিটাল মুদ্রা আনছে।

ডিজিটাল কারেন্সি এমন একটি অর্থ যা মূল মুদ্রার ডিজিটাল আকার। ব্যবহারকারীর কাছে একটি মোবাইল অ্যাপ ও অনলাইন ওয়ালেট থাকলেই এই মুদ্রা লেনদেন করা যাবে। নগদ ১০০ টাকা ও ডিজিটাল ১০০ টাকার মধ্যে কোনও পার্থক্য থাকছে না। দু’টির মানই সমান। শুধু একটি নগদ ও একটি ডিজিটাল।

বিশ্বের উন্নত দেশগুলোতে ইতোমধ্যে চালু আছে ডিজিটাল অর্থ সেবা।