চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারতের হাসপাতালে আবার আগুন, মৃত্যু ৪

ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আবারও  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শেষ খবর পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে থানে এলাকার ‘প্রাইম ক্রিটিকেয়ার’ হাসপাতালে আগুন লাগে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের অগ্নিকাণ্ড থেকে বাঁচাতে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় ওই চারজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে। পাশাপাশি একটি উদ্ধারকারী গাড়িও পৌঁছায় সেখানে।

এর আগে ২৩ এপ্রিল মহারাষ্ট্রের পালঘরে একটি কোভিড হাসপাতালে আগুন লেগেছিল। সেখানে আইসিইউয়ে আগুনে অন্তত ১৪ করোনা রোগীর মৃত্যু হয়।

জানা গেছে, থানের হাসপাতালটি কোভিড রোগীদের জন্য ছিল না। থানের এই ঘটনায় আইসিউ-তে ভর্তি থাকা ৬ জন সহ মোট ২০ জনকে উদ্ধার করা গেছে।

স্থানীয় বিধায়ক তথা রাজ্যে মন্ত্রী জীতেন্দ্র আওহাদ সাংবাদিকদের জানিয়েছেন, হাসপাতালের একতলায় ভর্তি থাকা তিনজন ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হন।