চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের পর কানেও ‘মান্টো’র প্রশংসা

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সাদাত হোসেন মান্টোর জীবনী নিয়ে নন্দিতা দাসের ছবি ‘মান্টো’। সম্প্রতি ছবিটির প্রচারণার জন্য পরিচালক নন্দিতা ও অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিক হাজির হন কান উৎসবে। সেখানে নাকি দারুণ সাড়া ফেলেছে ছবিটি। তাই বেশ উচ্ছাসিত পরিচালক নন্দিতা দাস। কান থেকে দেশে ফিরে দেওয়া এক সাক্ষাতকারে ফুটে ওঠে সেই উচ্ছাস।

নন্দিতা জানান, ছবিটি কেবল ভারতেই নয়, সীমানা পেড়িয়ে সমগ্র বিশ্বের দর্শকের মাঝেই জনপ্রিয় হবে বলে তার বিশ্বাস। ছবিটি নিয়ে কানে আয়োজন করে বিশেষ এক সন্ধ্যার। সেখানে মান্টোর উর্দু লেখা পাঠ করেন নওয়াজউদ্দিন। আর নন্দিতা শোনান তার ইংরেজি অনুবাদ। আর সে সন্ধ্যায় বিশ্বের সিনেমা প্রযোজক আর পরিবেশকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে সিনেমাটি ঘিরে।

এমন কি ‘দ্য এলকেমিস্টের’ লেখক প্রখ্যাত সাহিত্যিক পাওলো কোয়েলহো পর্যন্ত ভিডিও ম্যাসেজ পাঠান মান্টোকে নিয়ে। ছবিতে মান্টোর ভূমিকায় অভিনয় করেন নওয়াজ উদ্দিন আর তার স্ত্রী সোফিয়ার ভূমিকায় রাসিকা দুগাল। উপমহাদেশের আরেক বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমিকে দেখা যাবে মান্টোর বোনের চরিত্রে। হিন্দুস্তান টাইমস।