চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কাশ্মীরিদের নির্যাতনের অভিযোগ

ভারতের সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার আগের দিন থেকেই ভারতশাসিত কাশ্মীরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী স্থানীয়দের মারধর এবং নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিবিসি’র এক বিস্তারিত প্রতিবেদনে শুক্রবার এ তথ্য প্রকাশ পায়।

বিবিসি জানায়, স্থানীয় আন্দোলনকারীদেরকে তার ও লাঠি দিয়ে পিটিয়েছে সেনারা। এমনকি বৈদ্যুতিক শকও দেয়া হয়েছে অনেককেই। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কাশ্মীরি অভিযোগ করেছেন, তাদেরকে মাঝরাতে ঘর থেকে বের করে নিয়ে সবার সামনে পেটানো হয়েছে। কিন্তু কেন মারা হচ্ছে, বারবার জিজ্ঞেস করার পরও কিছু বলেনি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তবে ভারতের সেনাবাহিনী এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও প্রমাণসাপেক্ষ’ বলে দাবি করেছে।

আগস্টের ৫ তারিখ ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মীরকে বিশেষ ক্ষমতা দেয়া অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সিদ্ধান্ত নেয়ার পর থেকে তিন সপ্তাহের বেশি সময় ধরে প্রায় বিচ্ছিন্ন রয়েছে কাশ্মীর। কাশ্মীরের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও অ্যক্টিভিস্টসহ প্রায় তিন হাজার মানুষকে এ পর্যন্ত আটক করা হয়েছে।