চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারতীয় টিভি সম্প্রচার সংক্রান্ত আপিল শুনানি ২২ অক্টোবর

ভারতীয় টিভি চ্যানেল (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) বাংলাদেশের অভ্যন্তরে সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে করা আপিল শুনানি হবে আগামী ২২ অক্টোবর।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত আপিল শুনানির জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেন। বুধবার বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারী আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া।

গত ২০ ফেব্রুয়ারি ভারতীয় তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজের করে রায় দেন হাইকোর্ট।

সে রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া।

২০১৪ সালের জুলাই মাসে রোজার ঈদকে সামনে রেখে স্টার জলসায় ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে আত্মহত্যার ঘটনা ঘটে।

এ নিয়ে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সে সংবাদ যুক্ত করে ওই বছরের আগস্ট মাসে হাইকোর্টে রিট করেন আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী।