চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌম্য-শান্তর ফিফটিতে ভারতকে হারাল বাংলাদেশ

ইন্দোর টেস্টে ইনিংস ব্যবধানে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। একইদিনে খানিকটা আড়ালে হয়তো পড়ে যাচ্ছে দেশটিরই আরেক দলের বিপক্ষে বাংলাদেশের একটি জয়ের গল্প! এশিয়ান ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বিকেএসপিতে প্রথমে ব্যাট করে ভালোই রান তুলেছিল ভারত। পুরো ৫০ ওভার ব্যাট করে ২৪৬ রান। তবে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন ঝড় তুলে সেই রানকে পাত্তাই দেননি। দুজনের ফিফটিতে ৪৭ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।

শনিবার প্রথমে ফিল্ডিং করে ৮৮ রানের মাঝে ৪ উইকেট তুলে নিয়ে ভারতকে ধাক্কা দেয় বাংলাদেশের বোলাররা। সেখান থেকে আরমান জাফরের ব্যাটে চাপ কাটিয়ে ওঠে দলটি। পাল্টা আক্রমণে সেঞ্চুরি তুলে নেন আরমান। ৮ চার ও ৩ ছক্কায় ৯৮ বলে ১০৫ করা মিডলঅর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন সুমন খান।

হংকংয়ের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন সুমন। শনিবারও নিলেন সমান উইকেট। লেজের দিকের ব্যাটসম্যানদের তুলে নিয়ে প্রতিপক্ষের রান বড় করতে দেননি ডানহাতি পেসার। মিডলঅর্ডারে দুই উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। সৌম্যও পেয়েছেন দুই উইকেট।

আড়াইশর কাছাকাছি রান কোনো চাপেই ফেলতে পারেনি স্বাগতিকদের। ১৫ রানের মাথায় ওপেনার নাঈম শেখ ফিরলেও বাংলাদেশকে চাপ টের পেতে দেননি সৌম্য ও নাজমুল। টি-টুয়েন্টি স্টাইলে ১২৬ বলে তারা তোলেন ১৪৪ রান।

৭ চার ও ৩ ছক্কায় ৬৮ বলে ৭৩ করে থামেন সৌম্য। লড়াই চালিয়ে যান শান্ত। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে তাকে থামিয়ে দেন যশ রাঠোর। ১৪ চার ও ২ ছক্কায় ৮৮ বলে ৯৪ রানে থামে বাংলাদেশ অধিনায়কের ইনিংস। পরে ইয়াসির আলী ও আফিফ হোসেনের দৃঢ়টায় সহজেই জয় পায় বাংলাদেশ।